রাষ্ট্রপতির থেকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন ঐশ্বর্যা

অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ পেলেন। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের নজির রাখা মহিলারাই রাষ্ট্রপতির থেকে এই পুরস্কার পেয়ে থাকেন। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গান্ধী জানান,
“নিজ নিজ ক্ষেত্রে অধিকারী যে সব মহিলারা নিজেদের গৌরবময় সাফল্য অর্জন করে সকলের কাছে উদাহরণ তৈরী করেছেন, আমাদের মন্ত্রণালয় তাঁদেরকে ‘ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড’ দিয়েছে। এই সকল মহিলারা সব কিছু বাধা বিপত্তি পেড়িয়ে নিজেদের শ্রেষ্ঠতর ক্ষেত্রে পরিচিতি লাভ করেছে।
পেশায় অভিনেত্রী হলেও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন ঐশ্বর্যা । জাতিসংঘের নানা কর্মসূচির সঙ্গে যুক্ত তিনি। বিভিন্ন ধরনের দাতব্য কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নেন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কানের জুরি সদস্য হয়েছেন ঐশ্বর্যা । ১৫ বছর ধরে নিয়মিত অংশ নিচ্ছেন কান চলচ্চিত্র উৎসবে। মূলত কানে অংশগ্রহণের এমন নজির গড়ার কারণেই ফার্স্ট লেডিস অ্যাওয়ার্ড পেলেন তিনি। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঐশ্বর্যার সঙ্গে আরও ১১২ জন মহিলাকে এই সম্মান প্রদাণ করেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম টেনিস প্লেয়ার সানিয়া মির্জা, বক্সার মেরি কম, এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল, অলিম্পিকে পদকজয়ী ব্যাডমিনটন খেলোয়াড় পিভি সিন্ধু এবং চ্যাটার্ড অ্যাকাউন্টান্ট রজনী গোপালকৃষ্ণ ও আরো অনেকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪৪ বছর বয়সী ঐশ্বরিয়া পরেছিলেন সব্যসাচী মূখোপাধ্যায়ের ডিজাইন করা ধুসর রঙের শাড়ি। কপালে ছিল লাল টিপ ও মানানসই গয়না।
সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*