কলকাতায় বায়ু দূষণ নিয়ে US যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল- শোভন চট্টোপাধ্যায়

“কলকাতায় বায়ু দূষণ নিয়ে US যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল।” দাবি মেয়র তথা পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। এদিন কলকাতা পুরসভায় এক সাংবাদিক সম্মেলনে শোভন চট্টোপাধ্যায় বলেন, কলকাতা থেকে প্রকাশিত কিছু কিছু সংবাদপত্র দিল্লির তুলনায় কলকাতায় বায়ু দূষণের পরিস্থিতি খারাপ বলে নিরন্তর প্রচার করে চলেছে। তা সঠিক নয়। এইধরনের সংবাদ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে এবং কলকাতা শহরের মানহানি করছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যাবেনা। এই খবর সম্পূর্ণ ভুল।” এদিন তিনি আরও বলেন, “আমরা US এর যারা কলকাতার বায়ু দূষণ নিয়ে সমীক্ষা করে এই তথ্য প্রকাশ করেছে, তাদের সঙ্গেও কথা বলে জানিয়েছি, এটা কলকাতার সামগ্রিক চিত্র নয়। ভুল তথ্য।”

এদিন পরিবেশমন্ত্রী এও বলেন, “পরিবেশ দফতরের পক্ষ থেকে আমরা বায়ু দূষণ নিয়ে একটি সমীক্ষা করেছি, যে সমীক্ষায় পরিস্কার দিল্লীর বায়ু দূষণের থেকে অনেক কম কলকাতায়।” তবে মন্ত্রী বলেন, এই দূষণও যাতে কমানো যায় আমরা সব রকম পদক্ষেপ গ্রহণ করছি।

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*