ফিলিপাইন সাগরে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র নাবিকদের ব্যাপক অনুসন্ধান

মার্কিন নৌবাহিনী একটি বিবৃতিতে জানায়, বুধবার বিকেলে ওকিনাওয়ার দক্ষিণ-পূর্বের প্রায় ৯৩০ কিলোমিটার দক্ষিণে C-2A “গ্রেহাউন্ড” বিমানের সাথে ১১ জন নাবিক নিখোঁজ হয়ে যায়। বিমানটি ফিলিপাইন সাগরে বিধ্বস্ত হওয়ার যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধ জাহাজ সমেত হেলিকপ্টার এবং প্লেনের সাহায্যে বৃহস্পতিবার ব্যাপক হারে নাবিকদের তল্লাশি করা হয়। আটজন নাবিককে উদ্ধার করা হয় এবং তাদের মেডিক্যাল ট্রিটমেন্টের জন্য ইউএসএস রেগানে পাঠানো হয়। তারপর জাপানি নৌ বাহিনীর যৌথ উদ্যোগে ফিলিপাইন সাগরে বাকি ৩ জনের খোঁজ চালানো হয়। সূত্র অনুসারে জানা যায়, উদ্ধার হওয়া নাবিকেরা ভালো অবস্থায় আছে।
বিমানটি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট ছিল, যাত্রীদের ও জাহাজের সামগ্রী নিয়ে মেরিন কর্পস এয়ার স্টেশন আইওয়াকুনি থেকে দক্ষিণ জাপানের ইউএসএস রোনাল্ড রেগানের কাছে যেত।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন: “@আমেরিকান নৌবাহিনী বিমান দুর্ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার কাজ করছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সকলের জন্য প্রার্থনা।”
দুর্ঘটনার কারণ অজানা। মার্কিন নৌবাহিনী তদন্ত শুরু করেছে। মার্কিন কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জাপানকে বুধবার জানিয়েছে যে ইঞ্জিনের সমস্যাই হলো দুর্ঘটনার সন্দেহজনক কারণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*