আয়োজিত হতে চলেছে কৃষি সমস্যা নিয়ে জাতীয় সম্মেলন, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্দ্যোগে কৃষি সমস্যা নিয়ে দু দিনের জাতীয় সম্মেলন আয়োজিত হতে চলেছে রাজধানীর পুসা কমপ্লেক্সে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি চলবে এই সম্মেলন। আগামী ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার ওই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির থাকবেন বলে জানিয়েছেন কৃষি সচিব এস কে পট্টনায়ক। কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ, নীতি আয়োগের শীর্ষ অফিসাররা, কৃষিপণ্য নির্ধারণকারী সংস্থা সিএসিপি, কৃষক সংগঠনের প্রতিনিধিরাও সম্মেলনে থাকবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কৃষকের আয় বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা কীভাবে বাস্তবায়িত করা যায়, সে বিষয়ে আলোচনা হবে।
পাশাপাশি সম্মেলনের প্রথম দিনে কৃষকরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন ও সামগ্রিক ভাবে কৃষি ক্ষেত্র ও তার সঙ্গে জড়িত বিভিন্ন সেক্টরের গলদগুলির ব্যাপারে কথা বলবেন কৃষি বিশেষজ্ঞরা। তাঁরা পরদিন সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে তাঁদের সুপারিশ জমা দেবেন। সেগুলি নিয়ে আলোচনার মাধ্যমে পলিসিও স্থির করা হবে বলে খবর। এদিকে, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা (সিএসও) চলতি অর্থবর্ষে কৃষি ও তার সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিতে বৃদ্ধির হার গত বছরের ৪.৯ থেকে কমে ২.১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*