আফগানিস্তানে ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণে ৩ ক্রিকেটার নিহত

আফগানিস্তানে ক্রিকেট খেলার মাঠে দূর থেকে নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন এবং তার সাথে আরও ছয়জন দর্শক আহত হয়েছেন। আগানিস্তানের নানগারহার প্রদেশে দুটি ভিন্ন জেলায় এ হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়। কর্মকর্তারা বলছেন, শুক্রবার ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর। এ হামলার পর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, বাটি কোট জেলায় একটি ক্রিকেট ম্যাচের সময় ওই বোমার বিস্ফোরণে তিনজন খেলোয়াড় নিহত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় একটি প্রীতি ম্যাচের সময় চালানো ওই হামলায় দুইজন দর্শকও আহত হয়েছেন। এছাড়াও নানগারহার প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য জাবিউল্লাহ জেমারাই বলেছেন, দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটেছে ঐ প্রদেশের খোগইয়ানি জেলায়। তিনি বলেন, এ ঘটনায় চারজন দর্শক আহত হয়েছেন। এই হামলার দায় কোনো জঙ্গী গোষ্ঠী স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেটের গ্রুপ ভীষণ ভাবে সক্রিয়। এই গ্রুপগুলো এখানে প্রায়ই হামলা চালিয়ে থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*