ক্রিকেটে আফগানদের চমক, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয়

দুটি টি-২০ সিরিজে জয়লাভের পর আফগানিস্তান ক্রিকেট দল শারজাতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও কব্জা করে নিয়েছে। গতকাল পাঁচ ম্যাচ ওয়ানডের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবোয়ের মুখোমুখি হয় আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে আফগান স্পিনারদের দাপটে ৩৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১.১ ওভারেই জয় তুলে নেয় আফগানিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগান দল। আফগানিস্তানের দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ৭৫ ও ইনসানুল্লাহ ৫১ রানে অপরাজিত থেকে যান।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবোয়ের শুরুটা ভীষণ খারাপ ছিল। আফগান বোলারদের দাপটে দলীয় ৯৮ রানে পৌঁছতেই ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। জিম্বাবোয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন ক্রেগ আরভিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে ব্রেন্ডন টেলর। আফগানদের হয়ে বল হাতে সর্বোচ্চ ৫টি উইকেট দখল করেন মজিবুর রহমান। মোহাম্মদ নবী ও রশিদ খান নেন ২টি করে উইকেট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*