আদ্যাপীঠ

শক্তিপীঠের মত একটি পীঠ হল আদ্যাপীঠ। মা কালি এখানে আদ্যাশক্তি মহামায়া রুপে পূজিত হন। রাধামাধবের যুগল মূর্তির ওম্‌ এর মাঝে মা বিরাজমান। আর দেবীর নীচে ধ্যানরত শ্রী রামকৃষ্ণ। কালো রঙের মার্বেল(কষ্টি পাথর)এ ছোট্ট মূর্তি। কিন্তু অদ্ভুত জ্যোতি ও দ্যুতি তার। চোখের দুই তারাতে আভরণ যেন সর্বদা প্রজ্জ্বলিত।

চিরাচরিত প্রথায় এই আদ্যামায়ের পুজো হয়ে আসছে। ১৯১৫ সালে এক যুবা ব্রাহ্মন আয়ুর্বেদের চর্চা করতেন, তাঁর নাম ছিল অন্নদাচরন ভট্টাচার্য। এই গবেষক ডাক্তার মানুষটি রামকৃষ্ণ পরমহংসদেবের সাহচর্যে আসেন। অন্নদা ঠাকুর রামকৃষ্ণকে দেখে ভাবেন তাঁর স্বপ্ন বাস্তব করতে পারেন এই মানুষটিই। শ্রী রামকৃষ্ণই অন্নদাকে বলেন ইডেন গার্ডেন এ যেতে, সেখানে নারকেল ও পাকুড় গাছের সংযোগস্থলে রয়েছে স্বর্গীয় মাতৃমূর্তি। দক্ষিণেশ্বরের কাছে এই আদ্যাপীঠ দর্শন করুন, মায়ের ভোগ খান-শান্তি অবশ্যই পাবেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*