গোপনীয়তা বজায় রাখতে ভার্চুয়াল আইডির সূচনা করল আধার কতৃপক্ষ

আধারের গোপনীয়তা অটুট রাখতে বুধবার ভার্চুয়াল আইডির সূচনা করল আধার কর্তৃপক্ষ। এবার ওয়েবসাইট থেকে এই ভার্চুয়াল আইডি নিতে হবে আধার প্রাপকদের। এখন ১২ ডিজিটের আধার নম্বর আর লাগবে না। আধারের তথ্য গোপন রাখতেই এই নয়া ব্যবস্থা চালু করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ভার্চুয়াল আইডিতে থাকবে ১৬ ডিজিটের একটি নম্বর। এর থেকে কোনও সংস্থা শুধু গ্রাহকের নাম, ঠিকানা আর ছবি পাবে।

আগামী ১ মার্চ থেকে এই নতুন ব্যবস্থা চালু হবে বলে আশাপ্রকাশ করেছে আধার কর্তৃপক্ষ। একজন গ্রাহক যতবার ইচ্ছে ওয়েবসাইট থেকে ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। নতুন ভার্চুয়াল আইডি তৈরি হলেই পুরনো ভার্চুয়াল আইডি নষ্ট হয়ে যাবে। নতুন সিমকার্ড দেওয়া সহ বেশ কিছু কাজ এই ভার্চুয়াল আইডিতেই হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*