২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চাঁদের হাট

১০ নভেম্বর ২০১৭ নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিশিষ্ট অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান, কাজল, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট, সংগীতশিল্পী কুমার শানু। এবারের ফোকাস কান্ট্রি ইউনাইটেড কিংডম। উদ্বোধনী সিনেমা ইরানের মুস্তাফা তাগিজাদ-এর ‘ইয়েলো’।

৫৩টি দেশেরর ১৩৫ জন চলচ্চিত্র পরিচালকের ১৪৩টি সিনেমা দেখানো হবে এই উৎসবে। ১৬টি বিভাগে, ১২টি প্রেক্ষাগৃহে ছবিগুলি দেখানো হবে। ৯৩টি  বিদেশি ছবি, ৫০টি ভারতীয় ছবি রয়েছে। উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

বেঙ্গলি প্রিমিয়ারে থাকছে ৩টি সিনেমা, হোমেজ বিভাগে রামানন্দ সেনগুপ্ত, ওমপুরী এবং টম অল্টার-এর তিনটি সিনেমা থাকছে।

ইনোভেশন ইন মুভিং ইমেজেস প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র পাবে ৫১ লক্ষ এবং সেরা পরিচালক পাবেন ২১ লক্ষ টাকা পুরস্কার সঙ্গে গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার ট্রফি। এই বিভাগে রয়েছে ১৩টি দেশের ১৪টি সিনেমা। এই বিভাগটি আগে শুধুমাত্র মেয়েদের জন্য ছিল, এবার মহিলা-পুরুষ উভয়েই অংশগ্রহণ করতে পারবেন।

হীরালাল সেন-এর জন্মশতবর্ষ উপলক্ষে ভারতীয় বিভিন্ন ভাষায় চলচ্চিত্র প্রতিযোগিতা হবে। সেরা ছবি পাবে ৭ লক্ষ টাকা এবং সেরা পরিচালক পাবেন ৫ লক্ষ টাকা। দেওয়া হবে হীরালাল সেন মেমোরিয়ালি অ্যাওয়ার্ড।

পাড়ায় পাড়ায় সিনেমা বিভাগে কসবা, টালা পার্ক, বেহালা পর্ণশ্রী এবং টালিগঞ্জে ঘুরবে উৎসবের ছবি।

৫ নভেম্বর নন্দনে সাংবাদিক সম্মেলনে জানান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন তথা বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ব্রিটিশ কনসুলেটার বুর্‌স বার্কনেল, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব বিবেক কুমার, যাদব মণ্ডল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*