২০২০ সালের মধ্যে ২০ লক্ষ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা

২০২০ সালের মধ্যে ২০ লক্ষ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে মারুতি সুজুকি। আজ কলকাতার এজেসি বোস রোডে মারুতি সুজকি অ্যারেনার উদ্বোধন করে এ কথা জানিয়েছেন মারুতি সুজুকির সিনিয়ার মার্কেটিং ও সেলস-এর এগজিকিউটিভ ডিরেক্টর আর এস কলসিক। পূর্ব ভারতের গেটওয়ে কলকাতাকে কেন্দ্র করে গাড়ি বিক্রির ব্যবসা আরও বাড়াতে চাইছে সংস্থাটি। ২০২০-র মধ্যে ১৫টি মডেলের গাড়ি বাজারে আনছে মারুতি সুজুকি। এর মধ্যে ৮টি মডেল ইতিমধ্যেই এসে গিয়েছে। সংস্থার মার্কেটিং অ্যান্ড সেলস-এর এগজিকিউটিভ ডিরেক্টর টি হাসিমতো জানান, পূর্ব ভারতের মানুষ শহরে এসে গাড়ি কেনার প্রবণতা বেশি। সে কারণে এই অ্যারেনা-র তিন রকমের শোরুম খোলা হচ্ছে। কলকাতায় এটি অ্যারেনার প্রথম শোরুম। গাড়ি কেনার সামগ্রিক পদ্ধতি মসৃণভাবে হবে এই ধরনের শোরুমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*