২০২৩ সালের বিশ্বকাপ হবে ভারতে, জানাল বিসি সিআই

২০১১ সালের পর ২০২৩, ফের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতে। তার আগে ২০২১ এর চ্যাম্পিয়ন্স ট্রফিও পাচ্ছে ভারত। তবে বোর্ড সূত্রের খবর আগামী ৪ বছর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলবে না ভারত। এছাড়া বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী আরও বলেছেন, টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পর ভারতের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। ভারতেই হবে সেই টেস্ট ম্যাচ।

আজ বিসিসিআই-এর ফিউচার ট্যুর প্রোগ্রাম ঠিক হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে ৮১টি ম্যাচ হবে, যা বর্তমানের ক্রীড়াসূচি অনুযায়ী ম্যাচের সংখ্যার চেয়ে ৩০টি বেশি। যদিও বিসিসিআই-এর দাবি, প্রতি বছর খেলার দিনের সংখ্যা কমানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*