১৫ ডিসেম্বর শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন

চলছিল জল্পনা। অবশেষে সংসদের শীতকালীন অধিবেশন ডাকার কথা জানাল কেন্দ্র। গুজরাটের বিধানসভা ভোট শেষ হওয়ার পরই শুরু হবে অধিবেশন। গুজরাতে শেষ দফার ভোট ১৪ ডিসেম্বর, এর পরদিন অর্থাৎ ১৫ ডিসেম্বর শুরু হচ্ছে অধিবেশন। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। শীতকালীন অধিবেশনের সময় নিয়ে আলোচনার জন্য শুক্রবার বৈঠকে বসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ)। পরে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, কমিটি ১৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অধিবেশনের প্রস্তাব দিয়েছে। নিয়ম অনুসারে, কমিটির সুপারিশ পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। প্রসঙ্গত, বিরোধীরা সরকারের বিরুদ্ধে শীতকালীন অধিবেশন ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার অভিযোগ আনে। বিরোধীদের দাবি, দুর্নীতির অভিযোগে ভয় পেয়েই ভোটের মধ্যে সংসদ পিছোচ্ছেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*