শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁদের অভিনীত ছবি দেখানো হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
নন্দন ১, ২, ৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার থিয়েটার, অহীন্দ্র মঞ্চে দেখানো হবে সিনেমাগুলি। সদ্য প্রয়াত বিশিষ্ট অভিনেতা শশী কাপুর এবং পার্থ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁদের অভিনীত ছবি দেখানো হবে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে।

এছাড়াও প্রতিদিন রবীন্দ্র সদন প্রাঙ্গণে একতারা মঞ্চে চলবে শিশু–‌‌কিশোরদের আড্ডা। ২৩ জানুয়ারি এই মঞ্চে থাকছে সিনেমা নিয়ে কুইজ। এবারের উৎসবে সমাপ্তি ছবি সাগ্নিক চট্টোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা, ফিফটি ইয়ার্স অফ রে’‌স ডিটেকটিভ’‌।‌‌ ফেলুদাকে নিয়ে একটি প্রদর্শনী ‘‌ফেলুদা সরগরম’‌ উদ্বোধন হয়েছে একই গগনেন্দ্র প্রদর্শনশালায়। এবারের উৎসবের স্মারকপুস্তিকা সত্যজিৎ রায়কে নিয়ে ‘সত্যজিৎ একাই ১০০‌’‌ যা সম্পাদনা করেছেন সন্দীপ রায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*