রাজডাঙায় শুরু হল পিঠেপুলি উৎসব

রাজডাঙায় আজ থেকে শুরু হলো পিঠেপুলি উৎসব। আজ রাজডাঙা উৎসব ২০১৮ -র শুভ সূচনা হল। রাজডাঙা ক্লাব সমন্বয়ের উদ্যোগে এই পিঠেপুলি উৎসব ২০১১ সাল থেকে চলে আসছে মহা সমারোহে। এই উৎসবটি চলবে ১২-১৬ জানুয়ারি। আজ এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এনা সাহা, মনু মুখোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধূরী, ফুটবলার পরিমল দে, পরিচালক রাজা সেন, চিত্রকর বরেন বসু সহ অন্যান্য অনেকে। বিশিষ্ট এই মানুষজনদের হাতে এই উৎসব কমিটির পক্ষ থেকে দেওয়া হয় রাজডাঙা গৌরব সম্মান। পুরস্কার তুলে দেন অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়।

এই উৎসবের মূল উদ্যোক্তা- ১০৭ নং ওয়ার্ডের কাউন্সিলার ও এই কমিটির সভাপতি সুশান্ত কুমার ঘোষ বলেন, এই উৎসব আমাদের মহামিলন ঘটায়, বিভিন্ন পিঠেপুলির স্বাদ মন ছুঁয়ে যায়। প্রতি বছর এই দিনটির জন্য অধীর আগ্রহে থাকি আমরা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলা এখন শান্তি-সুখ-উৎসবের আঙিনায় পরিণত হয়েছে, এই পিঠেপুলি উৎসব বছর বছর চলবে এই আশা রাখি। শুধুমাত্র পিঠেপুলির স্টলই নয় প্রতিদিন এই রাজডাঙা খেলার মাঠে থাকবে খ্যাতনামা সব শিল্পীরা। অদিতি মুন্সী, হামসূফী, অনিক ধর, রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা, নচিকেতা, সায়নী, উষা উত্থুপ, জিত গাঙ্গুলির মতো খ্যাতনামা শিল্পীদের উপস্থিতিতে প্রতিটা সন্ধ্যা হবে উৎসব মুখর। চারিদিক জুড়ে ভিন্ন ভিন্ন রকমের পিঠে,পায়েসের স্টল। প্রথম দিন থেকেই উপচে পড়া ভীড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*