পাহাড়ে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারম্যান বিনয় তামাং

পাহাড়ে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জিটিএ থেকে সদস্যরা পদত্যাগ করার ফলে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছিল। তার পরিবর্তে ৯ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হলো। এই বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর-এর চেয়ারম্যান হলেন বিনং তামাং। ভাইস চেয়ারম্যান অনিত থাপা। অন্য সদস্যরা হলেন মন সিং, অনু ছেত্রী, জয়তুম খাতুন, এল বি রাই, সঞ্চাবির সুব্বা, অমর সিং রাই, প্রিন্সিপ্যাল সেক্রেটারি বরুণ রায়। রোশন গিরির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা আছে। তা সত্ত্বেও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, তিনি হলে এটা করতেন না। রাজ্য সরকার কেন তাঁকে গ্রেফতার করছে না—এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন সুযোগ পাবে তখন পুলিশ গ্রেফতার করবে। ছবি- ফাইল চিত্র

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*