পাকিস্তান বিরোধী বিক্ষোভে সামিল শিশু এবং মহিলারা

পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল কাশ্মীর। বিক্ষোভে সামিল মহিলা এবং শিশুরাও। বিক্ষোভে পাকিস্তান বিরোধী নানা স্লোগান উঠে আসছে। পাকিস্তান সেনা এবং পুলিশ অধিকৃত কাশ্মীরের মানুষদের উপরে নৃশংস অত্যাচার করছে। সেই অত্যাচার থেকে বাদ যাচ্ছে না শিশু এবং মহিলারাও। দীর্ঘ ৭০ বছর ধরে অধিকৃত কাশ্মীরের প্রতি পক্ষপাতমূলক নীতি নিয়ে চলছে ইসলামাবাদ। এই সব অভিযোগ তুলে বিক্ষোভে দেখাতে শুরু করে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি।

পাক সরকারের প্রতি বিক্ষোভকারীদের অভিযোগ, অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ বহু সমস্যায় জর্জরিত। প্রশাসনিক সুবিধা প্রদাণের ক্ষেত্রে সাধারন মানুষের সঙ্গে খুব খারাপ দ্বিতীয় শ্রেণীর ব্যবহার করা হয়। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির আরও অভিযোগ, সাম্প্রতিককালে অধিকৃত কাশ্মীরের অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে অপহরণ করা হয়েছে। অনেক মানুষকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এদের অধিকাংশই যুব সমাজের প্রতিনিধি। চলতি মাসের শুরুর দিকে পাক সরকারের নানাবিধ অনৈতিক কাজের বিরুদ্ধে সরব হয় ইউনাইটেড কাশ্মীর পিপল’স ন্যাশনাল পার্টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*