ঝামেলায় জড়াল কংগ্রেস-পতিদার, জোট নিয়ে ধোঁয়াশা

গুজরাট ভোটে একসঙ্গে লড়াই করবে কংগ্রেস এবং পতিদার অনামত আন্দোলন সমিতি। রবিবার এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বিবাদে জড়াল কংগ্রেস এবং পতিদার অনামত আন্দোলন সমিতি। এ নিয়ে দুই দলের নেতা কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়েছে বলে খবর। প্রসঙ্গত, রবিবার রাতে কংগ্রেস ৭৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরই আমেদাবাদ এবং সুরাটে ঝামেলায় জড়ায় দুই দল। কংগ্রেস অফিসের সামনেই বিক্ষোভ দেখায় পতিদাররা। ঘোষিত তালিকায় ৭৭ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩ জন পতিদার প্রার্থীর নাম আছে, এই সিদ্ধান্তেই ক্ষোভে ফেটে পড়ে পিএএএস কর্মীরা।

পতিদার নেতা দীনেশ প্যাটেল জানিয়েছেন, আমরা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করব। একই সঙ্গে দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা না করার নির্দেশও দিয়েছিন তিনি। আর যদি কোনও দলীয় প্রার্থী নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও প্রতিবাদের হুমকি দিয়েছেন এই নেতা। অন্যদিকে, পতিদারদের সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলেই দাবি করেছেন কংগ্রেস নেতা ভরতসিন সোলাঙ্কি। উল্লেখ্য, সোমবারই রাজকোটে কংগ্রেস এবং পিএএএস-র মধ্যে আসন সমঝোতার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার কথা। তবে, গভীর রাতে অশান্তির পর হার্দিক রাজকোটের অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*