জোড়া ফলায় মোদীকে বিঁধলেন মনমোহন

কেন্দ্রের বিমুদ্রাকরণ, আর তার পরপরই জিএসটি চালু করার ধাক্কায় দেশের অর্থনীতির গতি থমকে গিয়েছে। কেরলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের এক জনসভায় উপস্থিত হয়ে নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাশাপাশি, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে ঐতিহাসিক ব্লান্ডার বা মহাভূল বলেও কটাক্ষ করতে পিছপা হননি মনমোহন।
প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ, গত জুলাই মাসে মানুষের ওপর জিএসটি চাপিয়ে দুর্দশার বোঝা বাড়িয়ে দিয়েছে বিজেপি সরকার। তিনি বলেন, নোট বাতিল আর চটজলদি জিএসটি রূপায়ণের জেরে আমাদের আর্থিক বৃদ্ধির গতি মুখ থুবড়ে পড়েছে। জিডিপি বৃদ্ধির হার ২০১৭-১৮ বছরে ৫.৭ শতাংশে নেমে এসেছে। কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনায় মার খাচ্ছে দেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্পের ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, শুক্রবার ‘মুডিস’, ভারতের রেটিং বাড়িয়ে দিলেও আখেরে তাতে দেশের যে কোনও লাভ হয়নি তা পরিষ্কার করে দিলেন মনমোহন সিং। তিনি জানান, বিমুদ্রাকরণ ও জিএসটির বেড়াজাল টপকাতে দেশবাসীর এখনও অনেকটা সময় লাগবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*