কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি দু টি আলাদা মেরুতে

আসন্ন গুজরাট নির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভুলে এককভাবে সবকটি কেন্দ্রেই প্রার্থী দেবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। ২০০৭ ও ২০১২ গত ২টি বিধানসভা নির্বাচনে গাঁটছড়া বেঁধেছিল কংগ্রেস ও এনসিপি। বর্তমান বিধানসভায় শরদ পাওয়ারের দলের ২ জন বিধায়ক রয়েছেন। মঙ্গলবার, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল জানান, তাঁরা ১৮২ টি আসনেই প্রার্থী দেবেন। তাঁর দাবি, কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধারথেকে একলা লড়াই করা অনেক ভালো। অন্যদিকে, এনসিপি-র ঘাড়েই দোষ চাপিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, পাওয়ারের দল প্রয়োজনের চেয়ে বেশি আসন দাবি করায় এই জোট ভেঙে গিয়েছে। জোট ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে কংগ্রেস। সেখানে ৭৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*