এবার ন্যানো প্রসঙ্গে মোদীকে আক্রমণ রাহুলের

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। গুজরাটের এক নির্বাচনী প্রচারে এবার মোদীকে ন্যানো প্রসঙ্গ তুলে আক্রমণ করলেন রাহুল। কংগ্রেস সহ সভাপতি এদিন কটাক্ষ করে বলেন, কৃষকের ঋণ মকুব হয়নি। মোদী গুজরাটে গাড়ি তৈরির প্রকল্পে সাধারন মানুষের জমি ছিনিয়ে নিয়েছেন। তবুও রাস্তায় ন্যানো নেই কেন? সোমবার তিনদিনের গুজরাট সফর শেষ হল রাহুল গান্ধীর। গত শনিবার থেকে তিনি উত্তর গুজরাত সফরে রয়েছেন। সোমবার,তফসিলি জাতির নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইযের সদস্যদের সঙ্গেও দেখা করেন রাহুল। এদিন তফসিলি নেতাদের সঙ্গে কথা বলার সময় আরএসএস-কে তীব্র ভাষায় আক্রমণ করেন কংগ্রেস সহ সভাপতি।অন্যদিকে তফসিলি সম্প্রদায়ের উন্নয়নে যাবতীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন রাহুল গান্ধী। সোমবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে রাহুল বলেন, বিজেপি ও কংগ্রেসের মধ্যে ভোট যুদ্ধটা সত্যি বনাম মিথ্যার লড়াই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*