আজ দুপুরেই ইডেনে মহারণের প্রস্তুতিতে নামছে ভারত-অস্ট্রেলিয়া

মহালয়ার দুপুর থেকেই ইডেনে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতিতে অনুশীলনে নেমে পড়বে ভারত ও অস্ট্রেলিয়া। সোমবার বিকেলে শহরে পৌঁছেছে দুই দল। চেন্নাইয়ে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে বিরাট কোহলির দল। সমতা ফেরাতে মরণকামড় দিতে চাইবেন স্টিভ স্মিথরা। বৃষ্টির ভ্রূকুটি থাকলেও প্রস্তুত ইডেন। বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় গোটা ম্যাচ ঢাকা। ফলে আউটফিল্ড বা উইকেট নিয়ে এমনিতে চিন্তা নেই। সাম্প্রতিককালে, বিশেষ করে সুজন মুখোপাধ্যায় সিএবি-র চিফ কিউরেটর হওয়ার পর থেকে ইডেনের উইকেট নিয়ে যেমন কেউ অসন্তোষ প্রকাশ করেননি, তেমনই ভালো পিচ, আউটফিল্ড-সহ বোর্ডের তরফে সেরা মাঠের স্বীকৃতি পেয়েছে ইডেন। সুজনবাবু জানান, ভালো উইকেটই হবে। ব্যাটসম্যানদের যেমন সাহায্য করবে তেমনই পিচের ফায়দা তুলতে পারবেন বোলাররাও। এখন বৃহস্পতিবার বৃষ্টি না হয়ে ম্যাচটা ভালোভাবে করা গেলেই ভালো। এদিকে, বুধবার ২০ সেপ্টেম্বর ২০১৭ জগমোহন ডালমিয়ার প্রয়াণ দিবস। সিএবি যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া জানান, ইডেনেই জগমোহন ডালমিয়ার ছবির সামনে সিএবির সমস্ত অনুমোদিত সংস্থার প্রতিনিধিদের দাঁড় করিয়ে ফোটোসেশন হবে। এ ছাড়াও ক্লাব হাউসে সিএবি তথা বিসিসিআইয়ের প্রয়াত সভাপতির প্রতি শ্রদ্ধা জানানোর বন্দোবস্ত থাকবে। পরের দিনই ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ থাকায় বড়ো অনুষ্ঠান হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*