অপ্রতিরোধ্য বিরাট

বিরাট রেকর্ড কোহলির। নাগপুরের পর ঘরেরে মাঠ দিল্লিতেও দ্বিশতরান ভারত অধিনায়কের ৷ অধিনায়ক হিসেবে এদিন কেরিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করলেন বিরাট।

একটি ডাবল সেঞ্চুরিতে ভাঙল গড়ল একাধিক রেকর্ড।কোহলি একধারে টপকে গেলেন ব্রায়ান লারাকে, অন্যদিকে ছুঁয়ে ফেললেন ভারতের হয়ে সর্বাধিক দ্বিশতরানকারী সচিন ও সেহওয়াগকে ৷ এতদিন পর্যন্ত এই দুই ভারতীয় কিংবদন্তী ক্রিকেটারের ঝুলিতেই ছিল হাফ ডজন ২০০ ৷

নাগপুরের পর দিল্লিতেও বিরাটের ডাবল সেঞ্চুরির জোরে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারত ৷ শনিবারই টেস্টে ৫ হাজার রানও পূর্ণ করেন বিরাট কোহলি ৷

লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৫ উইকেটে ৫০০। কোহলি ২২৫ রানে ক্রিজে অপরাজিত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*