ইউনেস্কোর সহযোগিতায় মুর্শিদাবাদে রায়বেঁশে মেলা

মুর্শিদাবাদ জেলার বুরোয়ান ব্লকের সাহোরাতে শুরু হল তিন দিন ব্যাপী রাইবেশে মেলার। এই ধরনের মেলা এই প্রথম। মেলা শুরু হয়েছে ৯ই ডিসেম্বর, চলবে ১১ই ডিসেম্বর পর্যন্ত। বীরভূম, বর্ধমান ও মুর্শিদাবাদের আনুমানিক ২৯০ জন শিল্পী এই মেলায় অংশগ্রহণ করবেন।

৪০০ বছরের পুরনো এক মার্শাল আর্ট শিল্প রায়বেঁশে। এই মার্শাল আর্ট চর্চা করেন শুধু পুরুষরা। মল্লক্রীড়ার পাশাপাশি বাঁশের ওপর ব্যালান্সও করেন রায়বেঁশে শিল্পীরা। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় প্রচলিত এই রায়বেঁশে।

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের রুরাল ক্রাফট অ্যান্ড কালচারাল হাব প্রকল্পের অংশ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। সহযোগিতায় ইউনেস্কো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*